মালবাজারঃ গত কিছু দিন ধরে ডুয়ার্সের মাল, চালসা, ওদলাবাড়ির লোকালয়ে উপদ্রব চালাচ্ছিল বাঁদরের দল। লোকের বাড়িতে দোকানে ঢুকে খাবার খেয়ে চলে যাচ্ছিল। বুধবার সকালে এই রকম ভাবে মালবাজার শহরে ৭ ও ১৪ নম্বর ওয়ার্ডের আনন্দপল্লী, পানোয়ারবস্তি স্থানীয় লোকজনের বাড়িতে ঢুকে পড়ে। পরে বাঁদরটি সিজার স্কুলে গিয়ে উপস্থিত হয়।
বাঁদর দেখে ছেলেমেয়েরা হইচই শুরু করে। পরে স্থানীয় কাউন্সিলর বন দপ্তরে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফাঁদ পেতে বাঁদরটি ধরে। পরে সেবকের পাহাড়ি এলাকায় ছেড়ে দেয়।