রায়গঞ্জঃ গত রবিবার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী কমল সরকারের নির্বাচনী জনসভায় বাবুল সুপ্রিয়র গাওয়া গান ঘিরে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালেন তৃণমূলের পক্ষ থেকে। বিতর্কিত গানটি হল ” ফুটবে এবার পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল। এই তৃণমূল আর না আর না, আর না”। এই গানটিকে গত লোকসভা নির্বাচনে নিষেধাজ্ঞা জারি করেন নির্বাচন কমিশন।
কিন্তু গত রবিবার কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় বিজেপি প্রার্থী কমল সরকারের নির্বাচনী জনসভায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় নির্বাচনী জনসভা শেষ করার পর সেই গানটিকে কালিয়াগঞ্জ জুড়ে মাইকে বাজিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাতেই তৃণমূল উত্তর দিনাজপুরের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছেন তারা।
আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট। এই বিধানসভা উপনির্বাচনে বিজেপি জেলা পরিষদের একমাত্র দলীয় সদস্য কমল সরকারকে প্রার্থী করেছে বিজেপির পক্ষ থেকে।কমলবাবুর সমর্থনে কালিয়াগঞ্জে হাসপাতাল পাড়ার একটি মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সেই জনসভাতে বাবুলবাবু গাওয়া গানটি ” ফুটবে এবার পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল।
এই তৃণমূল আর না আর না, আর না” – এই গানটিকে ঘিরে বির্তক সৃষ্টি হয়েছে কালিয়াগঞ্জ শহরজুড়ে। তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব অসীম ঘোষ বাবুল সুপ্রিয়র ওই গানটিকে নিয়ে তিনি জানিয়েছেন, বিজেপি দলটার কোন নিয়মশৃঙ্খলা নেই, এই দলটি হল বিশৃঙ্খল দল এবং তারা আইনকে মানে না, জনগনকে মানে না আর দেশকেও মানে না তাই তাদের পক্ষেই সম্ভব হয়েছে নিষিদ্ধ বাবুল সুপ্রিয় গানটিকে বাজিয়ে নির্বাচনী প্রচার করা।
আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। নির্বাচন কমিশন তা বিচার করবে বলে জানান তিনি। অন্যদিকে বিজেপি সভাপতি নির্মল দাম জানিয়েছেন, যে দলটি কোন আইন মেনে চলে না এবং আচরনবিধী মানে না সেই দলের কোন অধিকার নেই কারো বিরুদ্ধে অভিযোগ করা।