কলকাত : আদালতের রায়কে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, এই সরকার বহু বিষয়ে কলকাতা হাইকোর্টের কাছে থাপ্পড় খেয়েছে। তবু নিজেদের পরিবর্তন করতে পারেনি। এবার অন্তত নিজেদের পরিবর্তন করে নিরপেক্ষতা বজায় রেখে ভোট পরিচালনা করবে। বিজেপির নামে নালিশ জানাতে ডিভিশনাল বেন্চে গিয়েছিল। সেখান থেকে থাপ্পর খেয়ে এবারের মতো শিক্ষা হল তৃণমুলের। অন্যদিকে কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তি প্রকাশ করেন বিজেপি নেতা মুকুল রায়।
তিনি জানান, বাধ্য হয়েই রাজ্য বিজেপি আদালতে যেতে বাধ্য হয়েছিল। গনতন্ত্র রক্ষার তাগিতেই রাজ্যের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই লড়াই আদালতে চালিয়েছিলাম আমরা। অবশেষে কলকাতা হাইকোর্টের রায় রাজ্য বিজেপির দাবিকে মান্যতা দিল বলে জানান মুকুল রায়। সোমবারের কলকাতা হাইকোর্টের রায়ের পর বিচার বিভাগের উপর আস্থা আরও বারবে বলে জানান তিনি। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছে মতো নির্বাচন পরিচালনা করতে চাইছিল রাজ্য সরকার। তার সাথে দোশর হয়েছিল রাজ্য রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু দেশের গনতন্ত্রের ভিত যথেষ্ট মোজবুত। তাই রাজ্য সরকার হাজার চেষ্টা করেও গনতন্ত্রকে ধ্বংস করতে পারেনি বলে জানান বিজেপি নেতা মুকুল রায়।